ইনসাইড পলিটিক্স

বার্নিকাটকে মঞ্জুর ফ্রি অ্যাডভাইস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/09/2018


Thumbnail

বিদায়ী মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাটকে বিনে পয়সায় (ফ্রি অ্যাডভাইস)  একটি উপদেশ দিলেন পানিসম্পদ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু। বললেন, ‘বাংলাদেশে আগামী ১০ বছর কোনো তৃতীয় শক্তির সম্ভাবনা নেই। এদের পিছনে ঘুরে হতাশা ছাড়া কিছুই হবে না।’

গতকাল শুক্রবার ঢাকার ওয়েস্টিন হোটেলে বার্নিকাটকে নৈশ ভোজে আমন্ত্রণ জানান আনোয়ার হোসেন মঞ্জু। মার্কিন রাষ্ট্রদূতের বিদায় উপলক্ষে এই নৈশভোজের আয়োজন করা হয়। জেপি নেতা নৈশ ভোজের ফাঁকে ফাঁকে বাংলাদেশের রাজনীতি, আগামী নির্বাচন  ইত্যাদি নিয়ে তাঁর মতামত দেন বার্নিকাটকে।

মঞ্জু বলেন, ‘বাংলাদেশের  মানুষ আওয়ামী লীগ এবং বিএনপিকে গালি দেবে, কিন্তু ভোটের সময় এই দুই দলকেই ভোট দেবে। এর বাইরে জনগণ কাউকে চেনে না।’

পানি সম্পদ মন্ত্রী বলেছেন, ‘পাকিস্তান কিংবা ভারতের নির্বাচনেও ত্রুটি-বিচ্যুতি থাকে। এই উপমহাদেশের নির্বাচন কখনো ব্রিটিশ বা মার্কিন নির্বাচনের মতো আশা করা ঠিক হবে না।’ বার্নিকাটও তাঁর সঙ্গে একমত পোষণ করেন। বার্নিকাট বলেন, ‘আমরা আমাদের প্রত্যাশার কথা বলি।’ মঞ্জু বিদায়ী রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন যে, বাংলাদেশে আগামী নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে। সব দলও তাতে অংশ নেবে।


বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭