ইনসাইড পলিটিক্স

জাতীয় ঐক্যের নেতৃত্বে নিতে শাহাবুদ্দীন আহমেদকে আহ্বান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/09/2018


Thumbnail

একাদশ জাতীয় নির্বাচন উপলক্ষে জাতীয় ঐক্য গঠন করেছেন যুক্তফন্টসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। এই ঐক্যের নেতৃত্ব নিয়ে কিছুটা মতবিরোধ সৃষ্টি হয়েছে। এই পরিপ্রেক্ষিতে সাবেক রাষ্ট্রপতি ও বিচারপতি শাহাবুদ্দিন আহমেদকে জাতীয় ঐক্যের নেতৃত্বে আসার প্রস্তাব দিয়েছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

৮৮ বছর বয়সী শাহাবুদ্দীন আহমেদের অনেকগুলো পরিচয় রয়েছে। তিনি একাধারে প্রখ্যাত আইনবিদ, বাংলাদেশের ৬ষ্ঠ প্রধান বিচারপতি এবং দুবার দায়িত্বপালনকারী রাষ্ট্রপতি। মোটামুটি সুস্থ থাকলেও বয়সের ভারে এখন কিছুটা ন্যুব্জ হয়ে পড়েছেন শাহাবুদ্দীন আহমেদ। রাজনৈতিক অঙ্গনের এক সময়কার পরিচিত মুখ শাহাবুদ্দীন আহমেদ এখন লোক চক্ষুর অন্তরালে থাকতেই পছন্দ করেন। এমন অবস্থায় তাঁকে জাতীয় ঐক্যের নেতৃত্বে আসার অনুরোধ জানানো হয়। তবে অন্তরাল ভেঙে আবার রাজনৈতিক অঙ্গনে ফিরে আসতে অস্বীকৃতি জানিয়েছেন সাবেক এই রাষ্ট্রপতি।

বাংলা ইনসাইডার/এসএইচটি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭