ইনসাইড সাইন্স

সাফ ফুটবল দিয়ে শুরু বঙ্গবন্ধু-১ স্যাটেলাইটের সম্প্রচার পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 01/09/2018


Thumbnail

দক্ষিণ এশিয় অঞ্চলে ফুটবল উন্মাদনা মানেই সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন বা সাফ ফুটবল। তাই আমাদের ফুটবলপ্রেমীদের চোখই থাকে সাফ ফুটবলের দিকে। আর বাঙালিদের অনেকেরই স্বপ্ন এই স্বপ্নের ট্রফিটা নিজেদের ঘরে তুলে আনা। আর সেই উৎসাহ আরও বাড়িয়ে দেবে বঙ্গবন্ধু স্যাটেলাইট।

কারণ আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপের মাধ্যমে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর টেলিভিশন সম্প্রচার যাত্রা শুরু হতে যাচ্ছে। আর এই টুর্নামেন্টের মাধ্যমেই টিভির লাইভ পরীক্ষা হতে যাচ্ছে। আগামী ৪ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে সাফ চ্যাম্পিয়নশিপ চলবে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত। এ সময় বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ এর মাধ্যমে অন্তত ২০টি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন পরীক্ষা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ কমিউনেকশন স্যাটেলাইট কোম্পানি লিমিটিডেট (বিসিএসসিএল)।

সাফ চ্যাম্পিয়নশিপের প্রোডাকশনের দায়িত্বে আছে বেসরকারি টেলিভিশন চ্যানেল নাইন। তাদের কাছ থেকেই বিসিএসসিএল ফিড নিয়ে তা বেসরকারি টেলিভিশন চ্যানেলগুলোকে দেওয়া হবে। আর এজন্য স্যাটেলাইট সম্প্রচারের কাজ ইতিমধ্যে এ কার্যক্রম অনেকটাই এগিয়ে গেছে।

তবে এ নিয়ে কিছুটা সংশয়ও আছে। স্যাটেলাইটের প্রকল্প সংশ্লিষ্টরা এখন পর্যন্ত এমন পরীক্ষার বিষয়ে দ্বিমত পোষণ করেছেন। তারা বলছেন, স্যাটেলাইটের নির্মাতা প্রতিষ্ঠান ফ্রান্সের থ্যালাস অ্যালেনিয়া স্পেস এখনো তাদেরকে স্যাটেলাইট বুঝিয়ে দেয়নি। এখনো একটি পরীক্ষা বাকি আছে। আর সেটি হওয়ার পরেই এ মাসের শেষ দিকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ প্রকল্পকে বুঝিয়ে দেওয়া হবে বলে জানা গেছে। আর তখন প্রকল্প থেকেও বিসিএসসিএলকেও বিষয়টি বুঝিয়ে দেওয়া হবে।

আর সম্প্রচারের কারণে যদি বঙ্গবন্ধু স্যাটেলাইট ১- এ কোনো সমস্যা হলে তাহলে থ্যালাস কোনো দায়িত্ব নেবে না বলেই ঝুঁকিটা বেশি। তবে বিসিএসসিএল বলছে, বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ঠিকভাবে মহাকাশে পৌঁছে তার কার্যক্রম করছে। তাই সমস্যার আশঙ্কা নেই। আর সাফ চ্যাম্পিয়নশিপের মতো বড় উপলক্ষকে কেন্দ্র করে বঙ্গবন্ধু স্যাটেলাইট ১- এর ব্যবহার সার্ক অঞ্চলে একটি বার্তা পৌঁছে দেওয়ার ভালো সুযোগ। কর্তৃপক্ষের দাবি, পুরো কার্যক্রমে থ্যালাস তাদের সঙ্গে থাকবে। তাই এই সম্প্রচার নিয়ে আশাবাদের অনেকগুলো জায়গা রয়েছে।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭