ইনসাইড বাংলাদেশ

রেলগেটে বাসকে ট্রেনের ধাক্কা, নিহত ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/09/2018


Thumbnail

চট্টগ্রামের মিরসরাইয়ে রেলগেটে দাঁড়িয়ে থাকা একটি বাসকে ট্রেন ধাক্কা দিলে একজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও ২৩ জন।

শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার বারৈয়ারহাট রেলক্রসিং গেটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত সুনীল চাকমার (৬০) বাড়ি খাগড়াছড়ির মধুপুর গ্রামে। তিনি খাগড়াছড়ি ডিসি অফিসে অফিস সহকারী হিসেবে কাজ করতেন।

সকালে চট্টগ্রাম রেলওয়ে পুলিশের (জিআরপি) পরিদর্শক দেলোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা ‘বিজয় এক্সপ্রেস’ ট্রেনটি বারৈয়ারহাট রেলক্রসিং গেটে এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা গিয়ে হতাহতদের উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

বাংলা ইনসাইডার/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭