ওয়ার্ল্ড ইনসাইড

আবারও বিমান দুর্ঘটনা নেপালে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/09/2018


Thumbnail

ঝুঁকিপূর্ণ ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও একটি বিমান দুর্ঘটনায় ঘটেছে। নেপালের বেসরকারি একটি বিমান সংস্থার অভ্যন্তরীণ রুটে চলাচলকারী একটি বিমান অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে পড়ে। গত শনিবার এ দুর্ঘটনায় অন্তত পাঁচ যাত্রী আহত হয়েছে বলে জানায় নেপালের সংবাদ মাধ্যম দ্য কাঠমান্ডু পোস্ট।

ইয়েতি এয়ারলাইন্সের ঐ বিমানটিতে আরোহীর সংখ্যা ছিল ২১। নেপালগুঞ্জ থেকে আসা বিমানটি দেশটির স্থানীয় সময় সকাল সাড়ে ৮টার দিকে ত্রিভুবনে অবতরণের সময় রানওয়ে থেকে বিমানটি ছিটকে পড়ে। এতে বিমানের মোট পাঁচজন আরোহী আহত হয়েছেন। তবে বিমানের অন্যান্য যাত্রী এবং ক্রু সদস্যরা নিরাপদেই আছেন বলে নিশ্চিত করা হয়।

এই দুর্ঘটনার পর প্রায় ১২ ঘন্টা ত্রিভুবন বিমান বন্দরে বিমান উড্ডয়ন-অবতরণ বন্ধ রাখা হয়। এর আগে, গত ১২ মার্চ ত্রিভুবনের এই বিমানবন্দরে বাংলাদেশের বেসরকারি বিমানসংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সের ফ্লাইট বিজি-২১১ বিধ্বস্ত হয়।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭