ইনসাইড বাংলাদেশ

‘সংখ্যালঘু বলে কিছু নেই, সবাই বাঙালি ও বাংলাদেশি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 02/09/2018


Thumbnail

পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘু বলে কিছু নেই। সবাই বাঙালি ও বাংলাদেশি। আমরা একে অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধাশীল। আওয়ামী লীগ ক্ষমতায় আছে বিধায় আজ আমরা সব ধর্মের মানুষ একসঙ্গে মিলেমিশে বসবাস করছি।’   

আজ রোববার সকালে জন্মাষ্টমী উপলক্ষে ফরিদপুর শহরের শ্রীঅঙ্গনে পূজা উদযাপন পরিষদের আয়োজনে আলোচনা সভার বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন জন্মাষ্টমীর বক্তব্যে বলেন, ‘শ্রীকৃষ্ণ ভাদ্র মাসের রোহিণী নক্ষত্রের অষ্টম দিনে বিশ্বচরাচর থেকে দুষ্টুদের দমন করে সাধুদের রক্ষার জন্যই পৃথিবীতে আবির্ভূত হন।’ 

এসময় তিনি আরও বলেন, ‘কয়েক মাস পরেই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। আমরা সকল ধর্মের মানুষ ঐক্যবদ্ধ হয়ে শান্তিপূর্ণভাবে এই নির্বাচনী বৈতরণী পার করতে চাই। এর জন্য আপনাদের সকলের সহযোগিতার প্রয়োজন।’

সভায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া, পুলিশ সুপার মো. জাকির হোসেন খান, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুকেশ চন্দ্র সাহা, জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহাসহ আরও অনেকে।

বাংলা ইনসাইডার/আরকে

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭