লিভিং ইনসাইড

ত্বকের যত্নে ঘরোয়া সেভিং ক্রিম

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2017


Thumbnail

সেভ করার সুবিধার্থে সাবানের তুলনায় সেভিং ক্রিম ব্যবহার করা, ত্বকের জন্য বেশী উপকারি। এতে ত্বক রুক্ষ হয়ে যাওয়ার সুযোগ থাকে না। বাজারে ত্বকের বিভিন্ন ধরনের জন্য পাওয়া যায় বিভিন্ন ধরনের সেভিং ক্রিম। তবে এই সব ক্রিমে থাকে একাধিক ক্যামিকেল। যার অত্যাধিক ব্যবহারে হতে পারে ক্যান্সার বা চর্ম রোগ।

বাজারে কিছু প্রাকৃতিক বা অরগেনিক সেভিং ক্রিম পাওয়া গেলেও সংরক্ষণের জন্য সেগুলোতেও ক্যামিকেল ব্যবহার করা হয়। তাই বাড়িতে বানিয়ে নিতে পারেন নিজের সেভিং ক্রিম। কীভাবে তৈরি করতে পারেন সেভিং ক্রিম তা জেনে নিন।

- ৪ টেবিল চামচ কাঁচা বডি বাটার বা শিয়া বাটার

- ৮ টেবিল চামচ অপরিশোধিত নারকেল তেল

- ৩ টেবিল চামচ অলিভ ওয়েল

- ৬-৭ ফোঁটা এসেনশিয়াল তেল।

প্রথমে অল্প আঁচে বাটার গলিয়ে সাথে নারকেল তেল মেশান। কিছুক্ষণ পর এসেনশিয়াল তেল ও অলিভ ওয়েল মিশিয়ে নাড়তে থাকুন। মিশণ তৈরি হয়ে গেলে ফ্রিজে রাখে ঠাণ্ডা করে এয়ার টাইট জারে রেখে দিন।

১৫ দিন পর্যন্ত এই তেল ভাল থাকবে। সেভ করার কিছুক্ষণ আগে মেখে নিয়ে ম্যাসাজ করেও নিতে পারেন এই ঘরোয়া সেভিং ক্রিম। এতে ত্বকের রক্ত চলাচল উন্নত হবে।

বাংলা ইনসাইডার/এমএএসএফ




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭