ইনসাইড গ্রাউন্ড

হ্যাটট্রিক করতে পেরে ভালো লেগছে: তাসকিন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2017


Thumbnail

সিরিজ জয়ের উদ্দেশ্য নিয়েই দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নেমেছিল বাংলাদেশ। তবে ম্যাচের ভাগ্যে লেখা ছিল অন্য কিছু। বৃষ্টির কবলে পড়ে পরিত্যক্ত হয় ম্যাচটি। ফলে লঙ্কানদের বিপক্ষে সিরিজ জয়ের জন্য অপেক্ষার প্রহর বেড়েছে বাংলাদেশের। খেলার ফলাফল না অাসলেও বাংলাদেশ দলের স্পিডস্টার তাসকিন আহমেদ গড়েছেন অনন্য এক কীর্তি। পঞ্চম বাংলাদেশি হিসেবে হ্যাট্রিক করেন তিনি।

হ্যাট্রিক নিয়ে তাসকিন বলেন, “হ্যাটট্রিক করতে পেরে ভালো লেগছে, কিন্তু উৎসবে মেতে ওঠার মত নয়। কারণ বৃষ্টিতে ম্যাচ হয়নি, ম্যাচ হলে যদি আমরা জিততে পারতাম তাহলে ভালো লাগার পূর্ণতা পেত। আমাদের লক্ষ্য সিরিজ জয়। এই ম্যাচে জয় পেলে সিরিজ নিশ্চিত হতো। তখন হ্যাট্রিকের আনন্দটাও হতো অন্যরকম।”

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের বোলারদের উপর শুরু থেকেই বোলারদের উপর চড়াও হয়েছিল লঙ্কান ব্যাটসম্যানরা। শেষ দিকে বাংলাদেশের বোলাররা ভালো বল করলে রানের নেয়ার গতিতে লাগাম লাগে। অার শেষ ওভারে তাসকিন গড়েন ইতিহাস। পঞ্চম বাংলাদেশি হিসেবে এক দিনের ক্রিকেটে হ্যাট্রিকের দেখা পান এই স্পিড স্টার। তাসকিনের আগে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে হ্যাট্রিক করেছে শাহাদাত হোসেন রাজীব, আব্দুর রাজ্জাক, রুবেল হোসেন ও তাইজুল ইসলাম।

বাংলা ইনসাইডার/আইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭