ওয়ার্ল্ড ইনসাইড

ভারতের উত্তর প্রদেশে বন্যায় ১৬ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/09/2018


Thumbnail

ভারতের উত্তর প্রদেশে বন্যায় ১৬ জনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় সময় গত শনি ও রোববারের টানা বৃষ্টিপাতের ফলে রাজ্যের ১৬টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।

বন্যায় শাহজানপুর ও সীতাপুর জেলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। শেষ খবর পাওয়া পর্যন্ত শাহজানপুরে ৬ জন, সীতাপুরে ৩ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আমেথি, অরাইয়া, ঝাঁসি, ললিতপুর জেলা থেকে উদ্ধার হয়েছে ৭জনের মৃতদেহ। ক্ষয়ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি রুপি ছাড়িয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার।

আগামী দু’দিন ভারি বর্ষণ অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে স্থানীয় আবহাওয়া দপ্তর। ফলে বন্যা পরিস্থিতির আরও অবনতি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। হেলিকপ্টার ব্যবহার করে দুর্গতদের উদ্ধারকাজ চালানো হচ্ছে। এছাড়া সেনাবাহিনীরও সাহায্য চাওয়া হয়েছে বলে জানিয়েছে উত্তর প্রদেশ সরকার।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭