ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকে আগুনের তদন্তে বিকেলে সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2017


Thumbnail

বাংলাদেশ ব্যাংক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন বুধবার বিকেল ৪টায় বিস্তারিত তুলে ধরা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

তদন্ত শেষে মঙ্গলবার প্রতিবেদন জমা দেয় তদন্ত কমিটি। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা।

উল্লেখ্য, বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে বাংলাদেশ ব্যাংকের ৩০তলা ভবনের ১৪ তলায় বৈদেশিক মুদ্রা নীতি বিভাগে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট চেষ্টা চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর আগুনের কারণ অনুসন্ধান ও ক্ষয়ক্ষতি নিরূপণে বাংলাদেশ ব্যাংক তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। ওই কমিটিকে ২৮ মার্চের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছিল।


বাংলা ইনসাইডার/আরএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭