ওয়ার্ল্ড ইনসাইড

অবশেষে ওবামাকে ‘স্যরি’ বললেন দুতার্তে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 03/09/2018


Thumbnail

দুই বছর আগে বারাক ওবামাকে গালি দেওয়ার ঘটনায় অবশেষে দুঃখ প্রকাশ করলেন ফিলিপাইনের প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে। স্থানীয় সময় আজ সোমবার ইসরায়েল সফররত দুতার্তে বারাকবলেন, ‘সেই মন্তব্যের জন্য আমি দুঃখিত।’

২০১৬ সালে মাদক ব্যবসায়ের বিরুদ্ধে দুতার্তের প্রশাসনের অভিযান শুরু করে। ওই অভিযানে বিচার বহির্ভুতভাবে বহু মানুষকে হত্যা করা হয়। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এর  কড়া সমালোচনা করেন। এতে ওবামার ওপর ক্ষেপে গিয়ে তাকে কুরুচিপূর্ণ ভাষায় গালি দেন দুতার্তে। অন্য দেশের ব্যাপারে নাক না গলিয়ে মার্কিন প্রেসিডেন্টকে নিজ দেশের দিকে দৃষ্টি দেওয়ারও পরামর্শ দেন তিনি। এ ঘটনার পর ওবামা তাঁর পূর্বপরিকল্পিত ফিলিপাইন সফর বাতিল করেন। 

দুই বছর আগের নিজের কৃতকর্মের জন্য দুঃখপ্রকাশ করে দুতের্তে বলেন, ‘ওবামাকে এখনই বলার সঠিক সময়। বর্তমানে তিনি একজন সাধারণ নাগরিক। সেসব মন্তব্যের জন্য আমি দুঃখিত। সেটা ছিলো স্পষ্টতই অতিরিক্ত বাক্যালাপ।’ এরপরই স্বভাবসুলভ ঢংয়ে তিনি বলেন, আমিও ওবামাকে ক্ষমা করছি। আমাকে একা করে প্রেমিকা চলে যাওয়ার পর যেমন তাকে ক্ষমা করেছি। তেমনি সবাইকেই আমি ক্ষমা করে দেই।’

ওবামার কাছে দুঃখ প্রকাশের পাশাপাশি বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা করেন দুতার্তে। তিনি ট্রাম্পকে ‘ভালো বন্ধু’ বলেও উল্লেখ করেন।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭