ওয়ার্ল্ড ইনসাইড

জাপানে টাইফুন ‘জেবি’র আঘাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/09/2018


Thumbnail

জাপানে আঘাত হেনেছে টাইফুন ‘জেবি’। স্থানীয় সময় আজ মঙ্গলবার দেশটির পশিমাঞ্চলে জেবি আঘাত হানে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

টাইফুনের প্রভাবে জাপানের বিভিন্ন অঞ্চলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। সতর্কতামূলত ব্যবস্থা হিসেবে ইতিমধ্যেই কয়েক লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

আবহাওয়ার বিভাগের পক্ষ থেকে বলে হয়েছে, ঘন্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে। এটি ১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড়।


বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭