ইনসাইড বাংলাদেশ

৭ দিনের মধ্যে ডাকসু নির্বাচন চেয়ে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/09/2018


Thumbnail

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে হাইকোর্টের নির্দেশ অমান্য করায় বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. মো. আক্তারুজ্জামান, প্রক্টর ড. এ কে এম গোলাম রাব্বানি ও ট্রেজারার ড. কামাল উদ্দিনকে আদালত অবমাননার নোটিশ পাঠানো হয়েছে।

উচ্চ আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও ডাকসু নির্বাচনের কোনো পদক্ষেপ গ্রহণ না করায় এই আইনি নোটিশ পাঠানো হয়েছে তাদের। আজ মঙ্গলবার ডাকযোগে ডাকসু নির্বাচন নিয়ে রিটকারী আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরশেদ তাদের বরাবর এ নোটিশ পাঠান।

নোটিশে বলা হয়েছে, আগামী ৭ দিনের মধ্যে আদালতের নির্দেশনা অনুসারে ডাকসু নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ না করলে তিনজনের বিরুদ্ধে হাইকার্টে আদালত অবমাননার মামলাও করা হবে। এর আগে এ বছরের ১৭ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন ৬ মাসের মধ্যে সম্পন্ন করতে নির্দেশ দিয়ে রায় দেন হাইকোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে এ আদেশ বাস্তবায়নের জন্যও বলা হয়। এছাড়া ডাকসু নির্বাচনের সময় আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।


বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭