ইনসাইড বাংলাদেশ

জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে শিক্ষার্থীদের সোচ্চার হওয়ার আহবান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2017


Thumbnail

জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে বরেন্দ্র ভূমিসহ এই অঞ্চলের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষা করতে শিক্ষার্থীদের সোচ্চার হতে আহবান জানিয়েছেন শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা।

তারা মনে করেন, শিক্ষার্থীদের এ বিষয়ে পর্যাপ্ত জ্ঞানার্জনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ের সকল শিক্ষার্থীর জীববৈচিত্র্য, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তন সম্বন্ধে যথাযথ জ্ঞান থাকা দরকার। এতে তারা এসব ক্ষেত্রে অবদান রাখতে পারবে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় ( রাবি ) ক্যাম্পাসে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক পরিবেশ অলিম্পিয়াডে বক্তারাএসব কথা বলেন।

অলিম্পিয়াডে পরিবেশ সংক্রান্ত সাধারণ জ্ঞান বিষয়ে এক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের প্রায় দু’শ’ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তারা পরিচ্ছন্ন ক্যাম্পাস ও সুস্থ পরিবেশ গড়ে তোলারও শপথ গ্রহণ করেন।

হাঙ্গার প্রকল্প বাংলাদেশ তাদের সামাজিক কর্ম প্রকল্পের আওতায় ‘একটি নিরাপদ পরিবেশের জন্য কাজ কর’ শীর্ষক ব্রিটিশ কাউন্সিলের সক্রিয় নাগরিক কর্মসূচির সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করে।

রাবির সমাজকর্ম বিভাগের চেয়ারম্যান অধ্যাপক সাদেকুল আরেফিন মতিন, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, উপ-প্রধান ভেটেরিনারী কর্মকর্তা ডা. হেমায়েতুল ইসলাম ও বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক মোস্তাফিজুর রহমান রিসোর্স পার্সন হিসেবে অনুষ্ঠানে বক্তব্য রাখেন।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭