ইনসাইড বাংলাদেশ

কারাগারে জিয়া চ্যারিটেবলের শুনানি: আইন মন্ত্রনালয়ের গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/09/2018


Thumbnail

জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শুনানি হবে কারাগারে। এ মামলার বিচার সম্পন্ন করতে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করেছে আইন মন্ত্রণালয়।

আজ মঙ্গলবার সন্ধ্যায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ গেজেট প্রকাশ করেছে।

জিয়া এতিমখানা দুর্নীতি মামলায় ৫ বছরের জন্য দণ্ডিত হয়ে চলতি বছরের ৮ ফেব্রুয়ারি থেকে পুরোনো ঢাকা কেন্দ্রীয় কারগারে আছেন বেগম জিয়া। আদালত সূত্র বলছে, বেগম জিয়ার কারাগারে থাকা এবং অসুস্থতার কারণে তাঁকে আদালতে হাজির করা যাচ্ছে না। এ কারণে বিলম্বিত হচ্ছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার কার্যক্রম। এমন পরিপ্রেক্ষিতে ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারকে অস্থায়ী আদালত হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশ করল আইন মন্ত্রণালয়।


বাংলা ইনসাইডার/বিপি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭