ইনসাইড সাইন্স

অলসরাই দীর্ঘায়ু হন?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 04/09/2018


Thumbnail

সারাদিন শুয়ে বসে কাটালে শরীরে নানা অসুখ বাসা বাঁধে এমনটাই শুনে অভ্যস্ত আমরা। তাই সবাই ধারণা করে থাকি, দীর্ঘায়ু পেতে হলে অবশ্যই আলসেমি ছাড়তে হবে। কিন্তু নতুন এক গবেষণায় এর ঠিক উল্টোটাই উঠে এসেছে।

বিজ্ঞানীরা বলছেন, অলসতা হচ্ছে আয়ু বাড়ানোর ভাল একটি উপায়। গবেষণায় দেখা গেছে, উচ্চতর বিপাকীয় হার সম্পন্ন প্রজাতিগুলোর থেকে কিছুটা অলস প্রাণীরাই বেশিদিন বাঁচে।  

ইউনিভার্সিটি অব কানসাস বায়োডাইভার্সিটি ইনস্টিটিউট অ্যান্ড ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়ামের গবেষক লুক স্ট্রোটস এক বিবৃতিতে জানিয়েছেন, কম শক্তি রক্ষণাবেক্ষণের প্রয়োজন হয় এমন প্রাণীরা উচ্চতর বিপাকীয় হার সম্পন্ন প্রানীদের থেকে বেশিদিন বেঁচে থাকতে পারে।

বিলুপ্তির ঝুঁকির মধ্যে থাকা প্রাণীদের রক্ষায় এই গবেষণা কাজে লাগানো যাবে বলে আশা করছেন বিজ্ঞানীরা। 

গবেষক ব্রুস লিবারম্যান বলেন, বিবর্তনের ধারায় সম্ভবত সেই প্রজাতিগুলোই বহু বছর পরেও টিকে থাকবে যাদের বিপাকীয় হার কম।

এই গবেষণা প্রতিবেদন দেখে যারা বাকি জীবনটা শুয়ে বসে কাটিয়ে দেবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সতর্ক করে দিয়েছেন বিজ্ঞানীরা। তাঁরা বলছেন, প্রাণীজগতের কিছু প্রজাতির উপরই কেবল এ গবেষণা চালানো হয়েছে। সমগ্র প্রাণীজগতের জন্য একই তত্ত্ব প্রযোজ্য কিনা তা জানতে আরও গবেষণার প্রয়োজন।  


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭