ইনসাইড গ্রাউন্ড

বৃষ্টির আশীর্বাদে সিরিজ জিতলো দক্ষিণ আফ্রিকা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2017


Thumbnail

বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা মাঠে গড়াতে না পারায় শেষ পর্যন্ত ড্র হলো নিউজিল্যান্ড-দক্ষিণ আফ্রিকার মধ্যকার হ্যামিলটনে তৃতীয় টেস্ট। তাই তিন ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে জিতে নিলো দক্ষিণ আফ্রিকা।

প্রথম ইনিংসে ১৭৫ রানে পিছিয়ে থেকে ৫ উইকেটে ৮০ রান তুলে চতুর্থ দিনের খেলা শেষ করেছিলো দক্ষিণ আফ্রিকা। তাই ৫ উইকেট হাতে নিয়ে ৯৫ পিছিয়ে ছিলো প্রোটিয়ারা। এমন অবস্থায় হ্যামিল্টন জয়ের স্বপ্ন দেখছিলো নিউজিল্যান্ড।

পঞ্চম দিন দ্রুতই দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংস গুটিয়ে দিয়ে, ম্যাচ জয়ের স্বপ্নে বিভোর ছিলো নিউজিল্যান্ড। কিন্তু স্বাগতিকদের স্বপ্নে পানি ঢেলে দিলো বৃষ্টি। দিনের শুরু থেকেই অবিরাম বৃষ্টিতে শেষ পর্যন্ত দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচের দুই আম্পায়ার অস্ট্রেলিয়ার ব্রুস অক্সেনফোর্ড ও রড টাকার।

এতে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টটি হলো ড্র। ফলে ১-০ ব্যবধানে সিরিজ জিতে নিলো দক্ষিণ আফ্রিকা। কারণ প্রথম টেস্ট ড্র’র পর, দ্বিতীয় ম্যাচ ৮ উইকেটে জিতেছিলো প্রোটিয়ারা।
বৃষ্টির কারণে পঞ্চম দিনের খেলা পরিত্যক্ত হওয়ায় হতাশ নিউজিল্যান্ডের অধিনায়ক ও এ ম্যাচের সেরা কেন উইলিয়ামসন, "এটা খুবই হতাশার বিষয়, বৃষ্টির কারণে দিনের খেলা পরিত্যক্ত হলো। প্রকৃতির উপর কারও হাত নেই। তারপরও হতাশার। কারণ ম্যাচ জয়ের দারুন সুযোগ ছিলো আমাদের। তবে দক্ষিণ আফ্রিকা সিরিজ জয়ের দাবীদার। তারা ভালো খেলে ওয়েলিংটন টেস্ট জিতেছিলো।"

বৃষ্টির কারণে নিউজিল্যান্ড জয় বঞ্চিত হয়ে বলে জানান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক ফাফ ডু-প্লেসিস, "এ ম্যাচে ভালো খেলেছে নিউজিল্যান্ড। ম্যাচ জয়ের পথেই ছিলো তারা। কিন্তু দুভার্গ্য তাদের, বৃষ্টির কারণে ভালো কিছুর স্বাদ নিতে পারলো না নিউজিল্যান্ড।"

সফরে টেস্ট সিরিজ ছাড়াও, একমাত্র টি-টোয়েন্টি ও পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-২ ব্যবধানে জিতেছিলো দক্ষিণ আফ্রিকা।

সংক্ষিপ্ত স্কোর:
দক্ষিণ আফ্রিকা: ৩১৪ ও ৮০/৫, ৩৯ ওভার (ডি কক ১৫*, প্লেসিস ১৫*, প্যাটেল ২/২২)।
নিউজিল্যান্ড: ৪৮৯/১০, ১৬২.১ ওভার (উইলিয়ামসন ১৭৬, রাভাল ৮৮, মরকেল ৪/১০০)।
ফলাফল: ড্র।
সিরিজ: তিন ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতলো দক্ষিণ আফ্রিকা।
ম্যাচের সেরা: কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)।

বাংলা ইনসাইডার/অাইএস




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭