কালার ইনসাইড

হারিয়ে যাওয়া ব্যান্ডদল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2017


Thumbnail

নব্বইয়ের তুমুল ব্যান্ড কালচারের পর আরেকটা ব্যান্ড জেনারেশন তৈরি হচ্ছিলো, যার শুরুটা হয়েছিল ভাইকিংস দিয়ে।

কি সব কথা, কি সব গান, `দিন যত দুঃখ তত ভালোবাসি শত শত`, `কি পেলে বলো আসবে তুমি`, `প্রণয়ী, এতো যাবার সময় নয়`, `এ যেন সময়`, `বড় দেরীতে দেখা হল বন্ধু, শুরুতেই জানি শেষ কখন`। আরো কত কত গান। মাত্র দুইটা অ্যালবাম করে ভেঙে গেল।

ভাইকিংসের সমসাময়িক বা পিঠাপিঠি ব্যান্ডগুলোর মধ্যে অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক অন্যতম। একই সময়ের ব্যান্ড কিন্তু সবার কথা, সুর আলাদা। সেই ব্ল্যাক ভেঙে কি হল! অর্থহীন, আর্টসেলও অনিয়মিত হয়ে গেল। ভাইকিংস তো ভ্যানিশ হয়ে গেল।

এলআরবি ব্যান্ডের ২৫ বছর হয়ে গেল। আরো পুরোনো ব্যান্ড রেঁনেসা, সোলস এখনো স্টেজে, লাইভে গায়। মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক অনেক ভাঙাগড়ার পরও সচল ও সক্রিয়। ফিলিংস নাই, নগরবাউল নিয়ে জেমস আছেন স্টেজে। উইনিং, ডিফারেন্ট টাচ, নোভা, অবসিকিউর মাঠে আছে কি নাই বোঝা যায়না। আর্ক দারুণ সব গান দিয়ে, হাসানের মতো ভোকালিস্ট, পঞ্চমের মতো মিউজিশিয়ান হারিয়ে যাচ্ছে! চাইম নাই, খালিদ অভিমানী হয়ে আছে।

অল্প কয়েকটা গান দিয়ে উধাও হয়ে গেল ‘ট্র্যাপ’ এর মতো ব্যান্ড। পান্থ কানাইয়ের ‘তান্ডব’ ব্যান্ডের ‘মালা’ গানটা ছিল সব ধরনের গান থেকে আলাদা, জীবনের গান, সংগ্রামের গান। ফুলবিক্রেতার এক কিশোরীর গান। বিপ্লব-পল্লব দুই ভাই মিলে করেছিল ‘প্রমিথিউস’ প্রথমদিকে জনপ্রিয় ঘরানার বাইরে গিয়ে গান করে দারুণ জনপ্রিয়তা পায় তারা। এরপর বিপ্লব বিভিন্ন ব্যান্ড মিক্সড অ্যালবামে গান করা শুরু করেন। ব্যান্ডটা ঝিমিয়ে পড়ে।

গান মানেই সুর করা কবিতা। বাংলাদেশের ব্যান্ড সংগীতে গীতিকারদের রাজত্ব ছিল এক সময়। সেই সময়ে যেসব গান তৈরি হইছে পরে আর সেরকম কিছু হয় নাই। দলছুট, জলের গান, শিরোনামহীন আর মেঘদল নতুন লিরিক নিয়ে আসছে। তবে একঝাঁক মেধাবী গীতিকার উপহার দিয়েছিল দলছুট। সঞ্জীব চৌধুরীর মৃত্যু যেন সেই যুগটাকেও থামিয়ে দিয়েছে।

আগে ছিল বেনসন অ্যান্ড হেজেস স্টার সার্চ, ব্যান্ড কম্পিটিশন। সেখান থেকে অনেক ভালো ভালো ব্যান্ড উঠে এসেছে। ভাইকিংসও এই প্রতিযোগিতা থেকে উঠে আসে। পরে করা হয়েছিল ডি রকস্টার। সেখান থেকেও ভালো কিছু ব্যান্ড উঠে আসে, পাওয়ার সার্জ, রেডিও অ্যাক্টিভ, দৌড়।

ওয়াটসন ব্রাদার্স হয়ে গেল মেটাল মেইজ, ভাইব, আইকন্স, রি-ধুন এর মতো আন্ডারগ্রাউন্ড ব্যান্ডগুলো ভালো কিছু গান করে ভেঙে গেল। এখন চালু ব্যান্ডগুলোর মধ্যে আছে নেমেসিস, চিরকুট, শূন্য।


বাংলা ইনসাইডার/এমআরএইচ/এসআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭