ওয়ার্ল্ড ইনসাইড

‘জেবি’র আঘাতে বিধ্বস্ত জাপান, নিহত ৯

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2018


Thumbnail

জাপানে ২৫ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘জেবি’র আঘাতে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরের দিকে টাইফুনটি দেশের পশ্চিমাঞ্চলে আঘাত হানে। এতে আহত হয়েছে দুই শতাধিক। বিবিসি এ তথ্য নিশ্চিত করেছে। 

টাইফুনের প্রভাবে জাপানের কয়েকটি অঞ্চলে ভারি বৃষ্টিপাতের ফলে ভুমিধসের ঘটনা ঘটেছে। ওসাকা, কিয়োতো, নারা, হিয়োগো, কাগাওয়া, ইহিমে ও ওয়াকাইয়ামার কিছু এলাকা থেকে কয়েক হাজার মানুষকে ইতিমধ্যেই নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। দেশটির পশিমাঞ্চলের যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। কানসাই আন্তর্জাতিক বিমানবন্দরে যাওয়ার একটি সেতু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ‘জাপান এয়ারলাইনস’ ২৭০টির বেশি ফ্লাইট এবং ‘অল নিপ্পন এয়ারওয়েজ’ ৩২০টি অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করেছে। বিমান বন্দরগুলোতে কয়েক হাজার মানুষ আটকে পড়েছে। এছাড়া ট্রেন ও ফেরি চলাচলও বন্ধ রাখা হয়েছে।

১৯৯৩ সালের পর জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ঝড় জেবি। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার দুপুরের দিকে এটি প্রথমে তকুশিমা অঞ্চলের দক্ষিণাংশে আঘাত হানে। রাত ১০টার দিকে নিগাতা অঞ্চলের উত্তরে জাপান সাগরের ওপর দিয়ে ঘণ্টায় ৭০ কিলোমিটার বেগে বয়ে যায় জেবি। এসময় এর কেন্দ্রে ছিল ৯৭৫ হেক্টোপ্যাসক্যাল বায়ুমণ্ডলীয় চাপ।

আবহাওয়ার বিভাগের প্রধান পূর্বাভাসকারী রিউতা কুরোরা বলেন, ঘণ্টায় ২১৬ কিলোমিটার বেগে টাইফুন জেবি জাপানের পশ্চিমাঞ্চলে আঘাত হেনেছে।

জেবির কারনে প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে তাঁর পূর্ব নির্ধারিত কিয়ুসু সফর বাতিল করেছেন। সম্ভাব্য যেকোনও সঙ্কট মোকাবেলায় সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭