ইনসাইড পলিটিক্স

বিএনপি ক্ষুব্ধ, খালেদা খুশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2018


Thumbnail

নাজিমউদ্দীন রোডের বিশেষ কারাগারে বেগম জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলার শুনানি হবে।  এতে বিএনপি ক্ষুব্ধ। তারা বলছে, এটা সংবিধান লঙ্ঘন। কিন্তু বেগম জিয়া এই সিদ্ধান্তে খুশি। কারাসূত্রে প্রাপ্ত খবরে জানা গেছে, গতকাল মঙ্গলবার তাকে এখানে বিচার হবার কথা জানানো হয়। জানা গেছে, নীচতলা পুরনো জেলারেরর কক্ষ এবং তাঁর অভ্যর্থনা কক্ষটিতে এজলাস বসানো হয়েছে। এখানে বেগম জিয়ার আইনজীবীদেরও আসার অনুমতি দেওয়া হবে। এছাড়াও জেল কর্তৃপক্ষ বেগম জিয়াকে জানান, এখানে সংবাদকর্মীদেরও প্রবেশের সুযোগ দেওয়া হবে। এই কথা শুনে বেগম জিয়া উল্লসিত হন। তিনি বলেন, ’ভালো হবে, কথাবার্তা বলতে পারবো।’ সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কারাগারে বিচারকার্য স্থানান্তর হলে অনেকের সঙ্গে বেগম জিয়ার দেখা সাক্ষাৎ হবে, তিনি রাজনৈতিক নির্দেশনা দিতে পারবেন-এ কারণেই তিনি উল্লসিত।


বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭