ইনসাইড পলিটিক্স

খালেদার আইনজীবীদের আদালত বর্জন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2018


Thumbnail

আদালত বসলো। হাজিরা নেওয়া হলো। তারপরই মূলতবী করা হলো কোর্ট। বিচারক নতুন তারিখ জানালেন ১২ ও ১৩ সেপ্টেম্বর। মামলার প্রধান আসামি বেগম খালেদা জিয়ার আইনজীবীরা আজ বুধবারের আদালতে যোগ দেননি। এজন্য বিচার কাজ এগুতে পারেনি। যোগাযোগ করা হলে বেগম জিয়ার অন্যতম আইনজীবী অ্যাডভোকেট সানা উল্লাহ মিয়া বলেন ‘ এভাবে কারা অভ্যন্তরে বিচার বসানো নিয়ম বহির্ভূত এবং সংবিধানের লংঘন, এজন্য আমরা আদালত বর্জন করেছি।’

নতুন ঘোষিত তারিখেও কি তারা আদালত বর্জন করবেন কিনা, জানতে চাওয়া হলে এডভোকেট সানাউল্লাহ বলেন, ‘আমরা আইন মন্ত্রনালয়ের গেজেট চ্যালেঞ্জ করে উচ্চ আদালতে যাবো।’ অন্যদিকে দুর্নীতি দমন কমিশনের কৌশূলী মোশারফ হোসেন কাজল বলেছেন, ‘এটা অনভিপ্রেত দু:খজনক। আগামি তারিখে তারা থাকবেন আশা করি।’


বাংলা ইনসাইডার/এমআরএইচ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭