ইনসাইড বাংলাদেশ

’২০ দিনের মধ্যেই নির্বাচনকালীন সরকার, ২৭ ডিসেম্বর নির্বাচন’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2018


Thumbnail

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, ‘আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে। আর নির্বাচনকালীন সরকার গঠিত হবে ২০ দিনের মধ্যেই।’

সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলররা আজ সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এলে তিনি একথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, আগামী ২০ দিনের মধ্যে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে। তবে তা শেখ হাসিনার মডেল অনুযায়ী হবে। তাঁকে প্রধান করে স্বল্পসংখ্যক মন্ত্রী নিয়ে এ সরকার হবে।

মাল মুহিত আরও বলেন, আগামী ২৭ ডিসেম্বর জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে নির্বাচন কমিশন চিন্তা করছে। এবার নির্বাচন ফেয়ার হবে। বিএনপি না এলে তারা শেষ হয়ে যাবে।

অর্থমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনে অনেক সংস্কার হয়েছে। এবার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭