ইনসাইড বাংলাদেশ

‘কারাগারে আদালত সংবিধান লঙ্ঘন নয়’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2018


Thumbnail

কারাগারে আদালত বসানো সংবিধানের লঙ্ঘন নয় বলে মন্তব্য করেছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ বুধবার বিকেলে ধানমন্ডিতে শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে, আওয়ামী লীগের যৌথ সভার শুরুতে গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। 

সেতুমন্ত্রী এসময় বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, ‘বিএনপি নেতারা বলছেন, কারাগারে আদালত বসানো সংবিধান লঙ্ঘন। সংবিধানের কোথায়, কোন জায়গায় লেখা আছে কারাগারে আদালত বসানো যাবে না, আমি জানতে চাই। এটা যদি সংবিধানের লঙ্ঘন হয় তাহলে সেটি করেছেন জেনারেল জিয়াউর রহমান।’

এসময় মন্ত্রী আরও বলেন, ‘বিএনপি নেতারা কী ভুলে গেছেন, কারাগারে আদালত বসিয়ে কর্নেল তাহেরকে ফাঁসি দেওয়া হয়েছিলো। সংবিধানের কোথাও লেখা নেই কারাগারে আদালত বসানো যাবে না। খালেদা জিয়া যদি এটা না মানেন, তাহলে সিদ্ধান্ত নিয়েছেন আদালত, ব্যবস্থাও গ্রহণ করবে আদালত। এক্ষেত্রে সরকারের কিছু বলার নেই।’  

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭