ইনসাইড বাংলাদেশ

লক্ষ্মীপুরে গণধর্ষণ মামলায় ৪ জনের ফাঁসি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 29/03/2017


Thumbnail

লক্ষ্মীপুর জেলার কমলনগরে গৃহবধূকে গণধর্ষণের অপরাধে ৪ জনের ফাঁসির আদেশ দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত।

বুধবার দুপুরে বিচারক ড. একেএম আবুল কাশেম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে আসামিদের প্রত্যেককে ২০ হাজার টাকা করেও জরিমানা করা হয়েছে।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন- চরকালকিনি গ্রামের মো. হারুন, কমলনগর উপজেলার চরবসু এলাকার ছানা উল্যাহ, চরকাদিরা এলাকার কাশেম ওরফে কাশেম মাঝি ও নোয়াখালীর সুধারামের আন্ডার চর গ্রামের মো. রহিম।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ২২ ডিসেম্বর রাতে ঘরের দরজা ভেঙে সন্তানের সামনে এক গৃহবধূকে পালাক্রমে গণধর্ষণ করে সন্ত্রাসীরা।

পরে ২৯ ডিসেম্বর ওই গৃহবধূর স্বামী বাদী হয়ে কমলনগর থানায় ৪ জনের নাম উল্লেখসহ মোট ৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। ৫ জনকে অভিযুক্ত করে ২০১৫ সালের ৩১ মে আদালতে চার্জশীট দেয় পুলিশ। দীর্ঘ শুনানি শেষে ৯ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের ২ বছর ৩ মাস পর আদালত এ রায় দেন।


বাংলা ইনসাইডার/এসআই




প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭