ইনসাইড ক্যারিয়ার

প্রাথমিক শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 05/09/2018


Thumbnail

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফলাফল আগামী ৬ সেপ্টেম্বর প্রকাশের সম্ভাবনা আছে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ৮ জুলাই ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ লিখিত পরীক্ষার ফল প্রকাশ হয়। সর্বশেষ, গত ২৯ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। আগামীকাল এই মৌখিক পরীক্ষার ফল প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. গিয়াস উদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ পরীক্ষার ফল তৈরির কাজ প্রায় শেষের দিকে। ৬ সেপ্টেম্বর এ ফল প্রকাশ করা হতে পারে।’ এছাড়া এই মাসের মধ্যেই শিক্ষকদের নিয়োগ কার্যক্রম শেষ করা হবে বলেও জানান তিনি।

দীর্ঘদিন স্থগিত থাকার পর চলতি বছর ‘সহকারী শিক্ষক নিয়োগ-২০১৪’ এর নিয়োগ কার্যক্রম শুরু হয়। গত ২০ এপ্রিল লিখিত পরীক্ষা শুরু হয়। ৬১টি জেলায় এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় সাড়ে ৭ লাখ প্রার্থী এ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে ২৯ হাজার ৫৫৫ জন উত্তীর্ণ হন।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭