ইনসাইড বাংলাদেশ

‘বিদ্যুৎ-জ্বালানি সপ্তাহ’ উদ্বোধনে বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2018


Thumbnail

‘অনির্বাণ আগামী’ স্লোগান নিয়ে আজ বৃহস্পতিবার শুরু হচ্ছে ‘জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ-২০১৮’। এর উদ্বোধনী অনুস্থানে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিদ্যুৎ ও জ্বালানি খাতে সরকারের সার্বিক সাফল্য জনগণের কাছে তুলে ধরার উদ্দেশ্যেই বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী।

আজ বৃহস্পতিবার সকাল ১০টায় রাজধানীর বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এ অনুষ্ঠান শুরু হয়।

জনগণকে বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহার সম্পর্কে সচেতন করে উন্নয়নের গতি ত্বরান্বিত করার লক্ষ্যে প্রতি বছর জাতীয় বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহের আয়োজন করা হয়। বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন।এছাড়াও বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড দেশব্যাপী ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদের সভাপতিত্বে জ্বালানি, পানিসম্পদ ও সেচ বিষয়ক মন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ’ এর অনুষ্ঠানে উপস্থিত আছেন। 


বাংলা ইনসাইডার/বিকে/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭