ওয়ার্ল্ড ইনসাইড

মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2018


Thumbnail

মালয়েশিয়ার নেগরি সেমবিলান রাজ্যের বান্দার বারু নিলাই এলাকা থেকে ৬৫ বাংলাদেশিকে উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় গত মঙ্গলবার একটি বেসরকারি প্রতিষ্ঠানের বাসস্থান থেকে তাদের উদ্ধার করা হয়। দেশটির অভিবাসন বিভাগ এ তথ্য জানিয়েছে। 

অভিবাসন বিভাগের মহাপরিচালক মুস্তাফার আলি এক সংবাদ সম্মেলনে জানান, ‘উদ্ধার হওয়া বাংলাদেশীরা মানবপাচারের শিকার বলে ধারণা করা হচ্ছে। তাদের শ্রমিক হিসেবে কাজে লাগানো হতো। কিন্তু তিন থেকে পাঁচ মাস ধরে তাঁদের কোনো বেতন দেওয়া হয়নি।`

সে প্রতিষ্ঠান থেকে অভিবাসীদের উদ্ধার করা হয়েছে সেখানকার পরিচালনা পর্ষদের দুই পরিচালককে আটক করেছে অভিবাসন বিভাগ। এছাড়া ৩৭৭টি পাসপোর্ট জব্দ করা হয়েছে। যেগুলোর বেশির ভাগই বাংলাদেশি নাগরিকদের। চুক্তি, অর্থ পরিশোধের ভাউচার ও মালয়েশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে প্রতিষ্ঠানের যোগাযোগসহ মোট ৬১ ধরনের নথিও উদ্ধার করা হয়েছে।

বর্তমানে মালয়েশিয়ায় আট লাখেরও বেশি বাংলাদেশি শ্রমিক রয়েছে। এর মধ্যে ২০১৬ সালের পর রি-হায়ারিং সুযোগ নিয়ে চার লাখ শ্রমিক নিবন্ধন করলেও, বাকিরা আছে অবৈধভাবে। তারাই এখন গ্রেপ্তারের ঝুঁকিতে আছে।


বাংলা ইনসাইডার/এএইচসি/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭