ইনসাইড বাংলাদেশ

অষ্টম শ্রেণী পাশেই বিআরটিসিতে ৫০০ চালক নিয়োগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2018


Thumbnail

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)তে বাস/ট্রাক চালক (অপারেটর গ্রেড-সি) পদে অস্থায়ী ভিত্তিতে ৫০০ জন নিয়োগ দেওয়া হবে। উল্লেখিত পদে সব জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। আবেদনের শেষ তারিখ আগামী ৩০ সেপ্টেম্বর,২০১৮।

পদের নাম: বাস/ট্রাক চালক (অপারেটর গ্রেড-সি)

বেতন স্কেল: জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুযায়ী, ১৬তম গ্রেডে ৯,৩০০-২২,৪৯০ টাকা। এছাড়া সরকারি বিধি মোতাবেক অন্যান্য সুযোগ-সুবিধা তো রয়েছেই।

আবেদনের যোগ্যতা: অষ্টম শ্রেণী বা সমমানের পাশ।

অভিজ্ঞতা: বৈধ ড্রাইভিং লাইসেন্সসহ ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: ১/৯/২০১৬ইং তারিখ পর্যন্ত সর্বোচ্চ ৩২ বছর।

আবেদনের নিয়ম: প্রার্থীর নাম, পিতা ও মাতার নাম, স্থায়ী ও বর্তমান ঠিকানা (মোবাইল ও ফোন নম্বর উল্লেখসহ) বিআরটিসির চেয়ারম্যানের বরাবর দরখাস্ত লিখতে হবে। আবেদনের সঙ্গে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবিসহ জাতীয় পরিচয়পত্র বা জন্মনিবন্ধন সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, ড্রাইভিং লাইসেন্সের কপি ফটোকপি, চারিত্রিক সনদ ও নাগরিকত্ব সনদ যুক্ত করতে হবে।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭