ইনসাইড বাংলাদেশ

বাস চাপায় দুই শিক্ষার্থী নিহতের চার্জশিট দাখিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2018


Thumbnail

রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর বাসের চাপায় দুই কলেজ শিক্ষার্থী নিহতের ঘটনায় ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেছে ডিবি পুলিশ। আজ বৃহস্পতিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ চার্জশিট দাখিল করা হয়। ঘটনার এক মাসের মধ্যেই তদন্তের এ চার্জশিট দাখিল করা হলো।

জাবালে নূর পরিবহনের ২ চালকসহ ৬ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। এতে দুজনকে অব্যাহতি দেওয়া হয়েছে। আদালতে দণ্ডবিধির ৩০৪, ২৭৯ ও ৩৪ ধারা অনুযায়ী এ চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের ইন্সপেক্টর কাজী শরিফুল ইসলাম। আসামিরা হলেন- বাস চালক মাসুম বিল্লাহ, বাস চালক জোবায়ের সুমন, সহকারি এনায়েত হোসেন, সহকারি কাজী আসাদ, বাস মালিক শাহাদাত হোসেন ও অপর বাস মালিক জাহাঙ্গীর আলম।

উল্লেখ্য, গত ২৯ জুলাই রাজধানীর বিমানবন্দর সড়কে জাবালে নূর পরিবহণের একটি বাসের চাপায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের দুই শিক্ষার্থীর মৃত্যু হয়। আহত হয় আরও আট শিক্ষার্থী। এরপরই শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। ওই ঘটনার পর নিরাপদ সড়কের দাবিতে সারাদেশে ব্যাপক শিক্ষার্থীদের বিক্ষোভ হয়।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭