ইনসাইড পলিটিক্স

‘অর্থমন্ত্রী কি জ্যোতিষী?’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2018


Thumbnail

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত গতকাল বুধবার গণমাধ্যমকে বলেছেন, ‘আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠিত হবে। তখন মন্ত্রিপরিষদ সংকুচিত হবে।’ কিন্তু সরকারের দায়িত্বশীল একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রধানমন্ত্রী এ রকম কোনো সিদ্ধান্ত নেননি। তাছাড়া যে সময় নির্বাচনকালীন সরকার গঠনের কথা বলা হয়েছে, সে সময় প্রধানমন্ত্রী দেশেই থাকবেন না। প্রধানমন্ত্রী আগামী ২১ সেপ্টেম্বর সকালে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। সেখানে তিনি জাতিসংঘের সাধারণ পরিষদরে অধিবেশনে যোগ দেবেন। ২৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশে ফিরবেন।

আজ বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে আইনমন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে, তিনি বলেন ‘এরকম কোনো খবর আমার কাছে নেই।’ তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী নির্বাচনকালীন সরকার কীভাবে করবেন, এটা সম্পূর্ণ তাঁর বিষয়। তবে নির্বাচনের তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে, যে মন্ত্রিসভা থাকবে, তাদের কার্যক্রম রুটিন কাজের মধ্যে সীমাবদ্ধ হয়ে যাবে।’

এ ব্যাপারে যোগাযোগ করা হলে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার সম্পূর্ণ প্রধানমন্ত্রীর এখতিয়ারাধীন বিষয়। তিনি যখন উপযুক্ত সময় মনে করবেন তখনই এটা করবেন।’ জানা গেছে, অর্থমন্ত্রীর বক্তব্যে, আওয়ামী লীগের সিনিয়র নেতারা বিস্মিত এবং হতবাক। আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা বাংলা ইনসাইডারকে বলেছেন, ‘এ রকম হুট হাট মন্তব্য করা ঠিক নয়। এসব বক্তব্য দিয়ে তিনি বিভ্রান্তি সৃষ্টি করেছেন।’

জানা গেছে, প্রধানমন্ত্রী নিজেও অর্থমন্ত্রীর বক্তব্যে হতবাক হয়েছেন। প্রধানমন্ত্রী হাস্যোচ্ছ্বলে বলেছিলেন, ‘উনি কি জ্যোতিষী নাকি?’ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ সূত্রগুলো বলেছে, সেপ্টেম্বর মাসে নির্বাচনকালীন সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর নির্বাচনকালীন সরকারের প্রক্রিয়া শুরু হবে। জানা গেছে, নির্বাচন কমিশন, জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরই কেবল নির্বাচনকালীন সরকার গঠিত হবে। সরকারের দায়িত্বশীল সূত্রগুলো বলছে, এখন নির্বাচনকালীন সরকার গঠন মানে উন্নয়নের যে বিপুল কর্মকাণ্ড চলছে তা বন্ধ হয়ে যাওয়া।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, ‘নির্বাচনকালীন সরকার শুধুমাত্র নির্বাচনের সময়ের জন্য নির্বাচন কমিশন যে সময় নির্বাচনের তফসিল ঘোষণা করবে তখনই নির্বাচনকালীন সরকার গঠিত হবে।’ এ প্রসঙ্গে তিনি ২০১৪’র নির্বাচনের উদাহরণ দিয়ে বলেন, ‘সে সময় নির্বাচনকালীন সরকারের মন্ত্রী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী আমাকে নিয়োগ দিয়েছিলেন।’

অবশ্য অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আজ বৃহস্পতিবার গণমাধ্যমকে বলেছেন, ‘ যা বলেছি সবই অনুমান নির্ভর।’ জানা গেছে, সরকারের শীর্ষ পর্যায়ের সবাই অর্থমন্ত্রীর লাগামহীন বক্তব্যে বিব্রত এবং বিরক্ত।

বাংলা ইনসাইডার/জেডএ



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭