ইনসাইড সাইন্স

এশিয়ায় ফেসবুকের প্রথম ডাটা সেন্টার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2018


Thumbnail

ফেসবুক এবার এশিয়াতে আরও সক্রিয় হচ্ছে। প্রথমবারের মতো এশিয়াতে এবার ডাটা সেন্টার স্থাপন করতে যাচ্ছে তারা। দেশ হিসেবে বেছে নিয়েছে সিঙ্গাপুরকে। তবে এই ডাটা সেন্টারের জন্য আরও অপেক্ষা করতে হবে ৪বছর। ২০২২ সালে স্থাপিত হবে এই ডাটা সেন্টার।

ফেসবুকের এক সংবাদ সম্মেলনে তাদের ইনফ্রাসট্রাকচার ডাটা সেন্টারের প্রেসিডেন্ট থমাস ফারলগ বলেন, পুরো এশিয়ার মধ্যে এটাই তাদের প্রথম ডাটা সেন্টার হতে যাচ্ছে। এক লাখ ৭০ হাজার স্কয়ার মিটারের ডাটা সেন্টারটি স্থাপনে ব্যয় হবে ১৪০ কোটি ডলার। এখানে অনেকের কর্মসংস্থানও হবে।

এর আগে যুক্তরাষ্ট্রের পাশাপাশি আয়ারল্যান্ড ও সুইডেনে ডাটা সেন্টার তৈরি করেছে ফেসবুক। এছাড়াও ডেনমার্কে একটি ডাটা সেন্টার নির্মাণের কাজ চলছে। সিঙ্গাপুরের পশ্চিমাঞ্চলে ফেসবুক ডাটা সেন্টার তৈরির সেই স্থানেই গুগলও তাদের ডাটা সেন্টার তৈরি করবে। এটি নির্মাণে বিনিয়োগ ধরা হয়েছে ৮৫০ মিলিয়ন ডলার। এশিয়া অঞ্চলে মোবাইলের ব্যবহার বৃদ্ধি, ই-কমার্স ব্যবসায়ের প্রসার ও ক্লাউড কম্পিউটিংয়ের চাহিদা বৃদ্ধি পাওয়ার কারণেই সিঙ্গাপুরকে বেছে নিয়েছে ফেসবুক ও গুগল।

বাংলা ইনসাইডার/এসএইচ/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭