ইনসাইড বাংলাদেশ

বাংলাদেশকে বন্যার সতর্কতা ভারতের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 06/09/2018


Thumbnail

চীন সম্প্রতি অতিরিক্ত পানি ছেড়ে দেওয়ায় ব্রহ্মপুত্র নদীতে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পানি বৃদ্ধি পেয়েছে। এ বিষয়ে বাংলাদেশকে সতর্ক করেছে ভারত। ইতিমধ্যে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে বাংলাদেশ অভ্যন্তরীণ কনটেইনার ডিপো এমপ্লয়ি ওয়েলফেয়ার এসোসিয়েশন (বিআইডিডব্লিউএ)।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, অতি বৃষ্টির কারণে তিব্বতের স্যাংপো নদীতে পানি বেড়ে যাওয়ায় ব্রহ্মপুত্রে পানি ছেড়ে দিয়েছে চীন। এর ফলে ভাটির দেশগুলোতে প্রভাব পড়বে।

তিনি আরও জানান, ইতিমধ্যে ভারতের অরুণাচল ও আসাম প্রদেশকে উচ্চ সতর্ক অবস্থায় থাকার জন্য দেশটির কেন্দ্রীয় সরকার থেকে বলা হয়েছে। ভারতের এই দুই প্রদেশে বন্যা হলে এর পানি বাংলাদেশে আসার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।

বাংলা ইনসাইডার/বিপি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭