ইনসাইড ইকোনমি

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চোরের পরিচয় প্রকাশ করল যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন (আট কোটি ১০ লাখ) মার্কিন ডলার রিজার্ভ চুরির মূল পরিকল্পনাকারীর পরিচয় প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। পার্ক জিন হিওক নামের উত্তর কোরিয়া সমর্থিত এক কম্পিউটার প্রোগ্রামার এই চুরির নেপথ্যে ছিল বলে জানিয়েছে মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশনস। স্থানীয় সময় বৃহস্পতিবার বিষয়টি জানান তিনি। 

সেশনস এর দেওয়া তথ্য অনুযায়ী, উত্তর কোরিয়ার সরকার সমর্থিত একটি হ্যাকিং টিমের সদস্য পার্ক জিন হিওক। শুধু বাংলাদেশই নয় হাকিংয়ের মাধ্যমে বিশ্বের বেশ কয়েকটি দেশের অর্থ চুরির সঙ্গে জড়িত তিনি। ‘লাজারাস গ্রুপ’ নামের একটি ব্যক্তি মালিকাধীন হ্যাকিং টিমের সদস্য এই পার্ক। এই হ্যাকিং টিমটি উত্তর কোরিয়ার সরকারি প্রতিষ্ঠানের হয়ে কাজ করে বলেও দাবি করেছেন সেশনস।

পার্ক জিন হিওনের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ আনা হয়েছে বলে জানিয়েছেন সেশনস। এর মধ্যে রয়েছে, ২০১৬ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংক থেকে ৮১ মিলিয়ন ডলার চুরি, ২০১৪ সালে যুক্তরাষ্ট্রের সনি করপোরেশন ও ২০১৭ সালে বিশ্বজুড়ে ‘ওয়ানাক্রাই ২.০ গ্লোবাল র‌্যানসমওয়্যার’ সাইবার আক্রমণ।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭