ইনসাইড ইকোনমি

রাজধানীতে মাছ-মাংসের বাজার স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

ঈদুল আজহা শেষ হয়েছে প্রায় দুই সপ্তাহ। ঘরে ফেরা মানুষগুলো পুনরায় রাজধানীতে ফিরে এসেছে। গত সপ্তাহে মানুষের ভিড় তুলনামূলক কম থাকলেও ঢাকা এখন তার পুরানো রূপ ফিরে পেয়েছে। সেই সঙ্গে রাজধানীর কাঁচাবাজারগুলোও হয়ে উঠেছে জমজমাট। বাজার ঘুরে দেখা গেছে, মাছ-মাংসের দাম গত সপ্তাহের মতো রয়েছে। কাঁচাবাজারসহ অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দামও রয়েছে স্বাভাবিক। 

আজ শুক্রবার রাজধানীর মোহাম্মদপুরের টাউন হল কাঁচাবাজার ঘুরে ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, মুরগির দাম গত সপ্তাহের মতোই রয়েছে। প্রতিকেজি ব্রয়লার মুরগি ১৩০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে। লাল লেয়ার মুরগি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ২০০-২২০ টাকায়। এছাড়া দেশি মুরগি হচ্ছে ৪৫০ টাকায়। গত সপ্তাহে গরুর মাংসের ক্রেতা কম থাকলেও এ সপ্তাহে ক্রেতার সংখ্যা বেড়েছে। প্রতি কেজি বিক্রি হচ্ছে ৪৮০-৫০০ টাকায়। এছাড়া খাসির মাংস ৭৫০-৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজার ঘুরে দেখা গেছে, অন্যান্য মাছের তুলনায় ইলিশই বেশি। ছোট আকারের ইলিশ কেজিপ্রতি  ৬০০-১৫০০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি রুই ২৫০-৩০০, চিংড়ি ৫৫০-১১০০, পাবদা ৫৫০-৬০০, পাঙ্গাস ১৪০-১৭০ টাকা, কৈ ১৫০-২০০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ বিক্রেতারা জানান, ইলিশের মৌসুম হলেও আরতগুলোতে চাহিদা অনুযায়ী ইলিশ আমদানি হচ্ছে না। একারণে পাইকারি বাজারে ইলিশের দাম না কমায় খুচরা বাজারে বেশি দামেই মাছ কিনতে হচ্ছে ক্রেতাদের।

গত সপ্তাহে ডিমের দাম একটু কম থাকলেও এ সপ্তাহে তা সামান্য বৃদ্ধি পেয়েছে। ফার্মের মুরগির ডিম প্রতি ডজন ১৩০-১৪০ টাকা বিক্রি হচ্ছে, যা আগে ছিল ৯০-৯৫ টাকা।

সবজি বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি আলু ২৫-৩০ টাকায়, দেশি পেঁয়াজ ৫৫-৬০ টাকায়, ইন্ডিয়ান পেঁয়াজ ৩০-৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কাঁচামরিচসহ উস্তা, বরবটি, কাকরল, করলা, পটল, ঝিঙা, ধুন্দল ইত্যাদি পণ্যের দাম আগের মতোই রয়েছে।

বাংলা ইনসাইডার/বিপি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭