ওয়ার্ল্ড ইনসাইড

যুক্তরাষ্ট্রে ব্যাংকে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

যুক্তরাষ্ট্রের ওহিও অঙ্গরাজ্যের সিনসিনাটি শহরের একটি ব্যাংকে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ নিহত হয়েছেন অন্তত ৪ জন। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালের এ ঘটনায় আরও অন্তত ৫ জন আহত হয়েছে বলে জানিয়েছে আল-জাজিরা।

সিনসিনাটি পুলিশ বিভাগের পক্ষ থেকে এক টুইটবার্তায় বলা হয়েছে, সিনসিনাটির ফাউন্টেন স্কয়ারে অবস্থিত ‘ফিফথ থার্ড ব্যাংক’-এ গোলাগুলি হয়। ইতিমধ্যে এ ঘটনার তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছে তারা।

সিনসিনাটি পুলিশ প্রধান ইলিয়ট আইজ্যাক জানান, ব্যাংকের প্রবেশ পথে এক বন্দুকধারী এলোপাথাড়ি গুলিবর্ষণ শুরু করে। এরপর পুলিশ ও বন্দুকধারীর মধ্যে গুলিবিনিময়ের একপর্যায়ে হামলাকারী নিহত হন।

হামলাকারী ওমর পেরেজ ওহিও অঙ্গরাজ্যের বাসিন্দা বলে নিশ্চিত হয়েছে পুলিশ। তাঁর বয়স ২৯ বছর। হামলার কারণ সম্পর্কে এখনো কিছু জানায়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭