ইনসাইড পলিটিক্স

স্যার ফজলে হাসান আবেদের না

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

ব্র্যাকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান স্যার ফজলে হাসান আবেদের সঙ্গে যোগাযোগ করেছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। যোগাযোগের কারণ ছিল জাতীয় ঐক্য প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবার অনুরোধ। ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছিলেন, আপনার যোগ দেয়ার দরকার নেই। আপনি শুধু সুশাসন এবং জবাবদিহিতার কথা বলবেন। কিন্তু তাঁর এই অনুরোধ বিনয়ের সঙ্গে ফিরিয়ে দিলেন বিশ্বের বৃহত্তম এনজিও’র প্রতিষ্ঠাতা। বললেন, ‘এটা আমার বিষয় না।’ ডা. জাফরুল্লাহ চৌধুরী তাকে অন্তত শহীদুল আলমের ব্যাপারে একটি বিবৃতি দেয়ার অনুরোধ করেন। কিন্তু আবেদ জানিয়ে দেন এটা তার কাজ নয়, এ বিষয়ে তিনি জড়াতে চান না। এই আলোকচিত্রীর জন্য অনেক নোবেল জয়ীও বিবৃতি দিয়েছে, এটি ডা. জাফরুল্লাহ চৌধুরী স্মরণ করিয়ে দিলে স্যার আবেদ বলেন, ‘এটা তাদের বিবেচনা থেকে দিয়েছেন। আমার চিন্তা ভিন্ন।‘

উল্লেখ্য স্যার ফজলে হোসেন আবেদ ব্র্যাকের বাইরে কোন রাজনৈতিক তৎপরতায় কখনও জড়াননি।

বাংলা ইনসাইডার/এমআরএইচ  



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭