ইনসাইড পলিটিক্স

‘মাইক পেলেই বকবক করবেন না’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে শেষ সময়ে এসে অযাচিত বক্তব্য রেখে বিতর্কে না জড়ানোর নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, মাইক পেলেই বকবক করবেন না।

গতকাল বৃহস্পতিবার রাতে গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ নির্দেশ প্রদান করেন।

আওয়ামী লীগের সভাপতি বলেন, ‘বর্তমান সরকারের এই শেষ সময়ে নানা রকমের চক্রান্ত ও ষড়যন্ত্র চলছে। কাজেই এই সময়ে এমন কোনো মন্তব্য করা যাবে না, যেটা নিয়ে বিতর্ক তৈরি হয়।’

এ সময় প্রধামমন্ত্রী অর্থমন্ত্রীর নাম উল্লেখ না করেই বলেন, ‘দলের অনেক সিনিয়র মন্ত্রী এমন সব কথা বলেন, যার কারণে আমাদেরকে অনেক বিব্রতকর অবস্থায় মধ্যে পড়তে হয়। এটা আর করা যাবে না। মাইক পেলেই কথা বলতে হবে, মিডিয়াতে থাকতেই হবে এমন কোনো বিষয়ের প্রয়োজন নেই।’

সামনের দিনগুলোতে সবাইকে আরও সতর্কতার সঙ্গে কাজ করার কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলের সাধারণ সম্পাদক, দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক এবং দলের সিনিয়র নেতা ছাড়া কাউকে তাদের নিজস্ব বিষয়ের বাইরে কথা না বলার জন্যেও নির্দেশ দিয়েছেন তিনি।

উল্লেখ্য, কয়েকদিন আগে জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ও নির্বাচনকালীন সরকারের বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের দেওয়া বক্তব্য হঠাৎ আলোড়ন তুলেছিল রাজনৈতিক অঙ্গনে। ক্ষমতাসীন দলের মধ্যেই এ বিষয়ে নেতিবাচক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।    

বাংলা ইনসাইডার/আরকে



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭