ওয়ার্ল্ড ইনসাইড

কেনিয়ার প্রেসিডেন্টকে বানর বলায় গ্রেপ্তার চীনা নাগরিক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

কেনিয়ার প্রেসিডেন্ট এবং দেশটির অধিবাসীদের বানর বলায় গ্রপ্তার করা হয়েছে এক চীনা নাগরিককে। স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার রাজধানী নাইরোবি থেকে লিউ জিয়াকি নামের ওই চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে।

এক ভিডিওতে দেখা যায়, লিউ তাঁর মালিকানাধীন একটি দোকান থেকে কেনিয়ার এক কর্মচারীকে চাকরিচ্যুত করার হুমকি দিচ্ছেন। একই সঙ্গে তিনি কেনিয়াবাসীকে ভিখারি, কালো এবং দুর্গন্ধযুক্ত বলে মন্তব্য করছেন। তিনি বলেন, ‘প্রত্যেক কেনিয়াবাসীই বানরের মতো। এমনকি প্রেসিডেন্ট উহুরু কেনিয়াত্তাও।’

স্থানীয় গনমাধ্যমে বলা হয়েছে, কেনিয়ার কিয়াম্বুর রুইরু শহরে সনলিঙ্ক লিমিটেড নামে একটি মোটরসাইকেল বিক্রির প্রতিষ্ঠান আছে লিউ জিয়াকির।

কেনিয়াবাসীকে অপমান করায় লিউকে দেশটি থেকে বহিস্কার করা হবে বলে জানিয়েছে স্থানীয় পুলিশ বিভাগ। তাঁর বিরুদ্ধে বর্ণবাদের অভিযোগ আনা হয়েছে বলে জানা গেছে।

বাংলা ইনসাইডার/এএইচসি

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭