ওয়ার্ল্ড ইনসাইড

কোন দেশের কত পরমানু অস্ত্র?

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

পরমানু অস্ত্র নিয়ে বিশ্বনেতাদের মাথা ব্যাথার শেষ নেই। নিজেদের শক্তিশালী হিসেবে প্রমাণ করতে পাকিস্তান ও উত্তর কোরিয়ার মতো দেশগুলো জাতির সমৃদ্ধির পরিবর্তে পরমানু অস্ত্র সমৃদ্ধকরণেই বেশি মনোযোগি। রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যেও রয়েছে পরমানু অস্ত্রের প্রতিযোগিতা। কিন্তু কোন দেশের কত পরমানু অস্ত্র? কে কার থেকে কতটা এগিয়ে বা পিছিয়ে সেটাই এখানে তুলে ধরা হলো:

১. রাশিয়া

রাশিয়ার কাছে বর্তমানে প্রায় ৭ হাজার পরমানু আছে বলে জানিয়েছে বিবিসি। দেশটি ১৯৪৯ সালে প্রথম পারমাণবিক পরীক্ষা চালিয়েছিল।

২. যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রের ভান্ডারে বর্তমানে ৬ হাজার ৮শ` পরমাণু অস্ত্র আছে। দেশটি প্রথম পারমাণবিক বোমা তৈরি করা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এর ব্যবহারও করে তারা।

৩. ফ্রান্স

বিবিসির তথ্য অনুযায়ী, ফ্রান্সের কাছে বর্তমানে ৩শ’ পরমানু অস্ত্র আছে। 

৪. চীন

এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরমানু অস্ত্র আছে চীনে। তাদের এই অস্ত্রের সংখ্যা ২৭০ টি।

৫. যুক্তরাজ্য

যুক্তরাজ্যের পরমানু অস্ত্রের সংখ্যা ২১৫। দেশটি ১৯৫২ সালে প্রথম পরমাণু পরীক্ষা চালায়৷

৬. পাকিস্তান

পাকিস্তাণের পরমানু অস্ত্রের সংখ্যা ১৪০। তবে তারা যেভাবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ এবং প্লুটোনিয়ামের উৎপাদন বাড়াচ্ছে, তাতে ২০২৫ সালের মধ্যেই দেশটি পঞ্চম বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্রে পরিণত হবে। ‘ফেডারেশন অব আমেরিকান সায়েন্টিস্টস’র এক প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।

৭. ভারত

পরমানু অস্ত্রের সংখ্যার দিক থেকে প্রতিবেশী পাকিস্তানের চেয়ে অল্প ব্যবধানে পিছিয়ে আছে ভারত। দক্ষিণ এশিয়ার শক্তিধর এই দেশটির পরমানু অস্ত্রের সংখ্যা ১৩০।

৮. ইসরায়েল

বিবিসির তথ্য অনুযায়ী, ইসরায়েলের পরমানু অস্ত্রের সংখ্যা ৮০টি।

৯. উত্তর কোরিয়া

বর্তমানে পরমানু কর্মসূচী নিয়ে সবচেয়ে বেশি আলোচিত দেশ উত্তর কোরিয়া। তাদের পরমানু অস্ত্রের সংখ্যা ২০ টি।


বাংলা ইনসাইডার/এএইচসি 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭