ইনসাইড বাংলাদেশ

ভোলায় ধরা পড়ল সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন সোর্ডফিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

ভোলার চরফ্যাশনের জেলেদের জালে ধরা পড়েছে সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন বিরল প্রজাতির সামুদ্রিক মাছ সোর্ড ফিস। স্থানীয় জেলেরা এই মাছকে কাইক্কা মাছ বলেও জানে। গভীর সমুদ্রে এ প্রজাতির মাছের বসবাস। 

গতকাল বৃহস্পতিবার চরফ্যাশন উপজেলার সামরাজ এলাকার জেলেদের জালে এই মাছটি ধরা পড়ে।

জানা যায় এ মাছ খেতে অনেক সুস্বাদু। বিদেশে এ মাছের শুঁটকির বেশ চাহিদা আছে। সমুদ্রের গতিপথ ভুলে মাছটি মিষ্টি পানিতে চলে এসেছে বলে ধারণা করা হচ্ছে।

সোর্ড মাছটি লম্বায় ৮ ফিট। ওজন প্রায় ১০৬০ কেজি। চরফ্যাশন পৌর শহরের মাছবাজারে এ মাছটিকে এক নজর দেখার জন্য উৎসুক জনতা ভিড় করেন। দশ হাজার টাকায় এ মাছটিকে ক্রয় করেন দুলাল মাঝি নামে এক ব্যক্তি। প্রায় ত্রিশ হাজার টাকায় বিক্রি করতে পারবেন বলে দুলাল মাঝি আশা করছেন। 

উল্লেখ্য, পৃথিবীর সবচেয়ে দ্রুত গতিসম্পন্ন মাছ সামুদ্রিক সোর্ড ফিস। এ মাছের সর্বোচ্চ গতি ঘণ্টায় ১১০ কিলোমিটার বলে জানা যায়।


বাংলা ইনসাইডার/আরকে 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭