ওয়ার্ল্ড ইনসাইড

লিওনার্দো দ্য ভিঞ্চির ছবির প্রদর্শনী বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

বিশ্বের সব থেকে দামি ছবি লিওনার্দো দা ভিঞ্চির আঁকা ‘সালভাতোর মুন্দি’। এর অর্থ ‘পৃথিবীর পরিত্রাতা’। কিন্তু ছবিটি আদৌ তাঁর আঁকা কি না, সেই নিয়েই চলছে বিতর্ক। সম্প্রতি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষক দাবি করছেন, ছবিটি জাল! সেজন্য ল্যুভ্‌রের আবু ধাবি শাখায় ছবিটির প্রদর্শনী অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখা হয়েছে।

বেশ কয়েক বার নিলামে উঠেছে ছবিটি। মাত্র এক বছর আগেই প্রায় ৪৫ কোটি ডলারে এক নিলাম হয়েছে ছবিটির। সেটি কিনে নেন সৌদি আরবের এক রাজকুমার। ব্যক্তিগত সংগ্রহে থাকা ছবির মধ্যে এটিই সব থেকে দামি ছবি। সৌদির সেই রাজকুমার আবু ধাবি ল্যুভ্‌রে ছবিটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করেছিলেন।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিল্প গবেষক ম্যাথু ল্যান্ড্রাস ছবিটি লিওনার্দোর আঁকা নয় বলে দাবি করেন। ২০০৬ সালে লিওনার্দোর শিল্পকর্ম নিয়ে একটি বই লিখেছিলেন তিনি। আগামী মাসে সেই বইয়ের সংশোধিত সংস্করণ বের হওয়ার কথা রছে। সেখানেই এ ছবিটি নিয়ে সবিস্তার ব্যাখ্যা করবেন বলে জানান ম্যাথু।

ম্যাথুর কথায়, ‘এটা লিওনার্দোর ছবি বটে, কিন্তু তাঁর সহকারীদের আঁকা। বিশেষত বার্নার্দিনো লুইনির অবদান চোখে পড়ার মতো। যদি জিজ্ঞাসা করেন কার আঁকা ছবি, আমার উত্তর হবে— লিয়োনার্দো ও তাঁর স্টুডিও!’

লিওনার্দো দ্য ভিঞ্চির সহকারি বার্নার্দিনো লুইনি লিওনার্দোর সঙ্গে কাজ করেছিলেন বহু বছর। তাঁর আঁকা ছবি ‘দ্য ম্যাডোনা অ্যান্ড দ্য চাইল্ড‘ সম্প্রতি লন্ডনে ১ লক্ষ ৭৩ হাজার পাউন্ডে  নিলাম হয়েছে।

ম্যাথুর দাবি, ‘একটা ছবির পিছনে অনেক শিল্পী কাজ করছেন, ষোড়শ শতকে এটা হামেশাই হত। তাই এই ছবিটির শিল্পী কে, এই প্রশ্নের উত্তর সাদা-কালোয় দেওয়া যাবে না। মাঝের ধূসর অংশটাকেও মর্যাদা দিতে হবে।’

বেপাত্তা হয়ে যাওয়া এই ছবিটির সন্ধান মেলে ২০০৫ সালে। দশ হাজার ডলারে নিউ অর্লিয়্যান্সের একটি নিলাম সংস্থা থেকে সেটি কিনে নেন এক দল শিল্প সংগ্রাহক। রেনেসাঁস আমলের ছবি মনে হলেও তখন কারও ধারণাই ছিল না যে, এটি দ্য ভিঞ্চির আঁকা। কারণ, তত দিনে মূল ছবির ওপরে বেশ কয়েক প্রলেপ রং চাপানো হয়ে গিয়েছে। ধীরে ধীরে সেই রঙের আস্তরণ সরিয়ে বেরিয়ে আসে দা ভিঞ্চির আঁকা ছবি।

জানা যায়, ফরাসি সম্রাট দ্বাদশ লুইয়ের জন্য ১৫০০ সালে ছবিটি আঁকা শুরু করেন লিয়োনার্দো। তাঁর আঁকা অন্যান্য ছবির মতোই এই ছবিরও প্রচুর খসড়া করেছিলেন তিনি। সেই সব খসড়া পাওয়া গেলেও ১৮ শতকের মাঝামাঝির দিকে হারিয়ে যায় মূল ছবিটি।

শিল্প গবেষকদের মতে, যিশুর প্রতিকৃতিতে আঁকা লিওনার্দোর এটাই শেষ বড় কাজ। তাই শিল্প অনুরাগীদের আশা, লিওনার্দোর আঁকা যিশুকে অন্তত একবারের মতো ল্যুভর মিউজিয়ামে দেখার সুযোগ পাওয়ার।

 

বাংলা ইনসাইডার/জেডআই



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭