ওয়ার্ল্ড ইনসাইড

যেসব দেশে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 07/09/2018


Thumbnail

ভারতে সমকামিতা অপরাধ নয় বলে ঐতিহাসিক রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দেশটিতে প্রচলিত আগের আইনে `অপ্রাকৃতিক যৌনতা`র অপরাধে কোনও ব্যক্তির ১০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারতো।

বিশ্বের বিভিন্ন দেশে এখনো সমকামিতা একটি শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য। এমনকি এই অপরাধে মৃত্যুদণ্ডেরও বিধান রয়েছে বেশ কিছু দেশে। 

সৌদি আরব, সুদান, ইয়েমেন এবং ইরানে সমকামিতাকে ভয়ানক অপরাধ হিসেবে গণ্য করা হয়। দেশগুলোতে রাষ্ট্রীয়ভাবে সমকামিতার শাস্তি মৃত্যুদণ্ড।

নাইজেরিয়া এবং সোমালিয়ার কিছু কিছু প্রদেশে সমলিঙ্গের সম্পর্কের জন্য মৃত্যুদণ্ড দেওয়া হয় বলে জানিয়েছে বিবিসি। 

আফগানিস্তান, পাকিস্তান, আরব আমিরাত, কাতার ও মৌরিতানিয়াতেও সমকামিতার জন্য প্রাণদন্ডের বিধান রয়েছে বলে জানা যায়। তবে তারা এই শাস্তি কার্যকরের জন্য সেভাবে পরিচিত নয়।

বিবিসির প্রতিবেদনে জানানো হয়েছে, সমকামিতাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়, জাতিসংঘভুক্ত এমন দেশের সংখ্যা ৭১ টি। এই অপরাধের জন্য কারাদণ্ড, অর্থদণ্ড, বেত্রাঘাতসহ বিভিন্ন শাস্তির বিধান রয়েছে সেসব দেশে।

 

বাংলা ইনসাইডার/এএইচসি



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭