ইনসাইড বাংলাদেশ

ইলিশের জীবনরহস্য উদঘাটন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/09/2018


Thumbnail

বিশ্বে প্রথমবারের মতো ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবনরহস্য উন্মোচিত হয়েছে। ইলিশ মাছের এই জীবন রহস্য উদঘাটন করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের একদল গবেষক। 

আজ সকাল ৯ টায় এক সংবাদ সম্মেলন করে এ কথা জানান বাকৃবি’র ফিশারিজ বায়োলজি অ্যান্ড জেনেটিক্স বিভাগের অধ্যাপক ড. মো. সামছুল আলম।   

২০১৫ সালের ডিসেম্বর মাস থেকে দেশীয় ইলিশের রেফারেন্স জিনোম প্রস্তুতকরণ, জিনোমিক ডাটাবেজ স্থাপন এবং মোট জিনের সংখ্যা নির্ণয়ে, বাকৃবি’র অধ্যাপক ড. মো. সামছুল আলমের নেতৃত্বে গবেষণা শুরু করা হয়। যার ফলশ্রুতিতে প্রথমবারের মতো উন্মোচিত হলো ইলিশ মাছের পূর্ণাঙ্গ জীবন রহস্য।     

অধ্যাপক ড. মো. সামছুল আলম গণমাধ্যমকে বলেন, ‘জিনোম হচ্ছে জীবের পূর্ণাঙ্গ জীবন বিধান। জন্ম, বৃদ্ধি, প্রজনন এবং পরিবেশের সঙ্গে খাপ খাওয়াসহ সব জৈবিক কার্যক্রম পরিচালিত হয় জিনোম দ্বারা। ইলিশ মাছের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্স জানার মাধ্যমে এখন ইলিশ সমন্ধে অনেকা অজানা প্রশ্নের উত্তর পাওয়া যাবে।’


বাংলা ইনসাইডার/আরকে/জেডএ 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭