ইনসাইড বাংলাদেশ

আন্দোলনের নামে নাশকতা কঠোর হাতে দমন করা হবে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/09/2018


Thumbnail

আসন্ন নির্বাচনকে সামনে রেখে আন্দোলনের নামে যেকোনও ধরনের অরাজকতা ও নাশকতা কঠোর হাতে দমন করা হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

আজ শনিবার দুপুরে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজের কনভেনশন হলে ‘বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠান-২০১৮` শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি একথা বলেন।

এ সময় জাবেদ পাটোয়ারী বলেন, ‘নির্বাচনকে সামনে রেখে যাতে কোনও ধরনের অরাজকতা ও নাশকতা না হয় সেজন্য আমাদের যথাযথ প্রস্তুতি রয়েছে। জ্বালাও-পোড়াওসহ নাশকতার বিরুদ্ধে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।’

নির্বাচনকে ঘিরে বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীকে প্রেপ্তারের ব্যাপারে আইজিপি বলেন, পুলিশ কখনো উদ্দেশ্যপ্রণোদিত ভাবে কোন নেতাকর্মীকে গ্রেপ্তার করে না। যারা মামলার আসামি কিংবা যাদের বিরুদ্ধে ওয়ারেন্ট থাকে পুলিশ শুধু তাদেরকেই গ্রেপ্তার করে।

ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, অতিরিক্ত আইজিপি মহসিন হোসেনসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠানে ২০১৮ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ৩৬১ জন মেধাবীকে অনুষ্ঠানে বৃত্তি প্রদান করা হয়।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭