ইনসাইড বাংলাদেশ

তিন মাস পর বড়পুকুরিয়া থেকে আবার কয়লা উত্তোলন শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/09/2018


Thumbnail

একটানা প্রায় তিন মাস (৮৬ দিন) বন্ধ থাকার পর দিনাজপুরের বড়পুকুরিয়া খনি থেকে কয়লা উত্তোলন শুরু করা হয়েছে।

গতকাল শুক্রবার দিবাগত রাত থেকে খনির ১৩১৪ নম্বর ফেস থেকে পরীক্ষামূলকভাবে কয়লার উত্তোলন শুরু করা হয়।  

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের (বিসিএমসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফজলুর রহমান জানান, ‘খনির ১৩১৪ নম্বর ফেসের টানেল নির্মাণের কাজ শেষে শুক্রবার মধ্যরাত থেকে কয়লা উত্তোলন শুরু হয়েছে। সকাল ৬টা পর্যন্ত এই ফেস থেকে ৫২৯ মেট্রিক টন কয়লা উত্তোলন করা হয়েছে।’

উল্লেখ্য, গত ১৫ জুন খনির ১২১০ নম্বর কোল ফেসের উত্তোলনযোগ্য কয়লার মজুদ শেষ হয়ে যাওয়ার কারণে, ১৬ জুন থেকে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যায়। কয়লার অভাবে বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রটিও বন্ধ হয়ে যায়। এরমধ্যেই গত ১৯ জুলাই কয়লা খনির ইয়ার্ড থেকে প্রায় ১ লাখ ৪৫ হাজার টন কয়লা উধাও হওয়ার ঘটনা ঘটে। 

কয়লা উধাও হওয়ার এঘটনায় ২৪ জুলাই খনির চারজন উচ্চ পদস্থ কর্মকর্তাসহ ১৯ কর্মকর্তার নামে দুর্নীতি দমন আইনে পার্বতীপুর মডেল থানায় একটি মামলা করা হয়। গত ৩০ আগস্ট পর্যন্ত কয়লা খনির সাবেক ও বর্তমান মিলে ৩০ জন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ  

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭