ওয়ার্ল্ড ইনসাইড

নেপালে ৭ আরোহী নিয়ে হেলিকপ্টার বিধ্বস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/09/2018


Thumbnail

নেপালের পাহাড়ি এলাকায় ৭ আরোহীসহ একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। আজ শনিবার এই দুর্ঘটনা ঘটে বলে নেপাল কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। তবে আরোহীদের অবস্থা সম্পর্কে এখন পর্যন্ত কিছু জানা যায়নি।

এনডিটিভির খবরে বলা হয়, শনিবার দেশটির মধ্যাঞ্চলীয় জেলা গোরখা থেকে পাইলটসহ ৬ যাত্রী নিয়ে উড়াল দেয় হেলিকপ্টারটি। উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই সেটি কন্ট্রোল সেন্টার থেকে সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। যাত্রীদের মধ্যে ৬ জন নেপালী ও ১ জন জাপানী পর্যটক ছিলেন ।

কাঠমান্ডু বিমানবন্দরের জেনারেল ম্যানেজার রাজ কুমার ছেত্রি জানান, ধাদলিং জেলার বনভূমি ঘেরা পাহাড়ি এলাকায় হেলিকপ্টারটির ধ্বংসাবশেষ দেখা গেছে।তিনি বলেন, ‘দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা চলছে। তবে আবহাওয়া অনুকূলে না থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে।’

হিমালয়ের দেশ নেপালে আকাশপথে যাতায়াত নিয়ে উদ্বিগ্ন এখন সকলেই। এই ঝুঁকির কারণেই নেপাল ভিত্তিক সব বিমান পরিষেবা নিষিদ্ধ করেছে ইউরোপীয় ইউনিয়ন।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭