ইনসাইড বাংলাদেশ

সরকারের বিদায়ী অধিবেশন কাল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/09/2018


Thumbnail

দশম জাতীয় সংসদের ২২তম এবং বর্তমান সরকারের শেষ অধিবেশন বসবে কাল। আগামীকাল রোববার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে এ অধিবেশন শুরু হবে। 

আগামীকাল শুরু হতে যাওয়া ২২তম অধিবেশনে ২২টি সরকারি বিল রয়েছে। যেগুলোর মধ্যে উত্থাপনের তালিকায় রয়েছে ১১টিই নতুন বিল। নতুন বিলের মধ্যে বহুল আলোচিত সড়ক পরিবহন বিল-২০১৮ রয়েছে। এছাড়াও ৩ টি বিল পাসের বিবেচনায় রাখা হয়েছে। 

এর আগে গত ১৯ আগস্ট রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এই অধিবেশন আহ্বান করেন।

বয়সের কারণে অনেক সংসদ সদস্যের জীবনেরও শেষ অধিবেশন হতে পারে দশম সংসদের এ অধিবেশন। সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী,অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত,সাবেক ডেপুটি স্পিকার কর্নেল (অব.) শওকত আলী, ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান, বস্ত্র ও পাট মন্ত্রী মুহা. ইমাজ উদ্দিন প্রামাণিক, ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ (দিলু) প্রমুখ এই তালিকায় রয়েছেন।

বাংলা ইনসাইডার/বিকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭