ইনসাইড বাংলাদেশ

‘বৃহত্তর ঐক্যে ছাড় দিতে প্রস্তুত বিএনপি’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/09/2018


Thumbnail

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আওয়ামী লীগের বিরুদ্ধে বৃহত্তর রাজনৈতিক ঐক্য গড়ে তুলতে বিএনপি ছাড় দিতে প্রস্তুত। বৃহত্তর ঐক্য কখনোই হবে না, যদি না আমরা কিছু ত্যাগ স্বীকার করি। কিছু ছাড় দিয়ে আমাদেরকে একটা না একটা জায়গায় আসতে হবে। আমরা সেই চেষ্টাই করছি। গোটা দেশও এটা চায়। এটা ছাড়া আমাদের কোনো মুক্তি নেই।’ 

আজ শনিবার নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ‘রাজনৈতিক প্রেক্ষাপটে রণাঙ্গনের মুক্তিযোদ্ধাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশ অনুযায়ী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে, অন্যান্য সংগঠনগুলোর সঙ্গে আলাপ-আলোচনা করে একটা জাতীয় ঐক্য গড়ে তোলার চেষ্টা করছি। আমরা বিশ্বাস করি, অতি দ্রুত জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হবে। সমগ্র জাতি ঐক্যবদ্ধ হয়ে জাতিকে মুক্ত করবার জন্য, গণতন্ত্রকে মুক্ত করবার জন্য এবং দেশনেত্রীকে মুক্ত করবার জন্য আন্দোলন করবে।’

একসময় বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট ছিল। এরপর চারদলীয় জোট ২০ দলীয় জোটে পরিণত হয়েছে। বর্তমানে বিএনপি ‘জাতীয় ঐক্য’ করে আন্দোলনের কথা বলছে। তবে জাতীয় ঐক্যে আগ্রহ থাকলেও, বিএনপি জোটে জামায়াতে ইসলামী থাকায় আপত্তি রয়েছে অনেকের।

বাংলা ইনসাইডার/আরকে/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭