ওয়ার্ল্ড ইনসাইড

হেলমেট পড়ে রোগী দেখছেন ডাক্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 08/09/2018


Thumbnail

রোগী দেখছেন চিকিৎসক, মাথায় হেলমেট! প্রায় সারাদিনই মাথায় হেলমেট পড়ে চিকিৎসা করেছেন তারা। শুনে অবাক হচ্ছেন। অবাক হলেও ঘটনা সত্য। গত শুক্রবার এমনটাই ঘটেছে ভারতের হায়দারাবাদের একটি হাসপাতালে। কারণটা কী জানেন?

বেশ কিছুদিন আগেই ওসমানিয়া হাসপাতালের একটি ভবনকে বিপজ্জনক ঘোষণা করা হয়। মাত্র কয়েকদিন আগেই ভবনের ছাদ থেকে খসে পড়েছিল প্লাস্টার। কর্তৃপক্ষের পক্ষ থেকে এরপরও সংস্কার কাজের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চিকিৎসকরা বেশ কয়েকবার এই বিষয়ে অনুরোধ করলেও আমলে নেয়নি হাসপাতাল কর্তৃপক্ষ। এদিকে নতুন ভবন তৈরির কাজ কবে শুরু হবে বা আদৌ হবে কিনা তা নিয়েও রয়েছে ধোঁয়াশা।

সব সময়ই অবশ্য এমন হেলমেট পড়ে চিকিৎসা করেন না তাঁরা। হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই এ অভিনব পন্থা মাথায় আসে তাদের। যে ভাবনা সেই কাজ। অবশেষে কর্তৃপক্ষের টনক নাড়াতে দিনব্যাপী মাথায় হেলমেট পড়েই কাজ করলেন চিকিৎসকের দল।

চাকরির খাতিরে ঝুঁকি নিয়েই ওই বিপজ্জনক ভবনে রোজ রোগী দেখতে বাধ্য হচ্ছেন চিকিৎসকরা। অবশেষে তাই প্রতিবাদ জানাতে হেলমেট পরে রোগী দেখার সিদ্ধান্ত নেন হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা।

বাংলা ইনসাইডার/জেডআই/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭