ইনসাইড বাংলাদেশ

আইডিবির আঞ্চলিক সদর দফতর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: 09/09/2018


Thumbnail

ঢাকায় আইডিবির আঞ্চলিক সদর দফতরের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় হোটেল রেডিসনে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্যও রেখেছেন তিনি। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে বক্তব্য প্রদাণকালে প্রধানমন্ত্রী তাঁর সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরেন।

রাজধানীর আগারগাঁওয়ে আইডিবি ভবনে এখন ‘ফিল্ড অফিসের’ মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে আইডিবি। তবে আইডিবির সব সিদ্ধান্তই আসে সদর দপ্তর থেকে। তাই ঢাকায় আঞ্চলিক সদর দফতর চালু করার উদ্যোগ নিয়েছে সংস্থাটি।

আঞ্চলিক সদর দফতরের উদ্বোধন উপলক্ষে এখন ঢাকায় অবস্থান করছেন আইডিবি প্রেসিডেন্ট ড. বন্দর এম এইচ হাজ্জর। সফরকালে মিয়ানমার থেকে প্রাণভয়ে পালিয়ে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের দেখতে যাওয়ার কথা রয়েছে আইডিবি প্রেসিডেন্টের। আইডিবি থেকে রোহিঙ্গাদের জন্য সহযোগিতার ঘোষণাও আসতে পারে এমন আভাস দিয়েছে সরকারের নির্ভরযোগ্য সূত্র।

বাংলা ইনসাইডার/এসএচটি/জেডএ

 



প্রধান সম্পাদকঃ সৈয়দ বোরহান কবীর
ক্রিয়েটিভ মিডিয়া লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান

বার্তা এবং বাণিজ্যিক কার্যালয়ঃ ২/৩ , ব্লক - ডি , লালমাটিয়া , ঢাকা -১২০৭
নিবন্ধিত ঠিকানাঃ বাড়ি# ৪৩ (লেভেল-৫) , রোড#১৬ নতুন (পুরাতন ২৭) , ধানমন্ডি , ঢাকা- ১২০৯
ফোনঃ +৮৮-০২৯১২৩৬৭৭